আরজি কর-কাণ্ডের ঘটনার পর কেটে গিয়েছে ২০ দিন। এখনও বিচারের দাবিতে কর্মবিরতিতে অনড় জুনিয়র চিকিৎসকেরা। তাঁদের দাবি, দোষীদের চিহ্নিত করে দ্রুত বিচার, স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করা, পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ এবং প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সাসপেনশন। অন্য দিকে, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে তৃণমূলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি তুলে কাজে যোগ দেওয়ার ‘অনুরোধ’ জানান। যদিও ন্যায়বিচার না মেলা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় ডাক্তারি পড়ুয়ারা। এ দিন শ্যামবাজার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট’। এনআরএস মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়াদের তরফে একটি পথনাটিকার আয়োজনও করা হয়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy