১০ সেপ্টেম্বর ‘স্বাস্থ্য ভবন সাফাই অভিযানে’র ডাক দিয়েছিল ওয়েস্টবেঙ্ঘল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। সল্টলেকের রাস্তাতেই শুরু হয়েছিল ধর্না। তার পর বিবিধ টানাপড়েন, একাধিক বার বৈঠক ভেস্তে যাওয়ার পর কালীঘাটে আলোচনায় বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আদায় করে এনেছিলেন পাঁচ দফা দাবির তিন দফা। বারি দু’দফা নিয়ে ফের মুখ্যসচিবের সঙ্গে বৈঠকে বসেছিলেন জুনিয়র ডাক্তারেরা। সেই আলোচনা অবশ্য ফলপ্রসূ হয়নি বলেই দাবি করেছিলেন আন্দোলনকারীরা। অবশেষে, ১৯ সেপ্টেম্বর তাঁরা জানিয়েছিলেন, আংশিক ভাবে কর্মবিরতি প্রত্যাহার করছেন তাঁরা। সেই ঘোষণা মতো, এ দিন বিকেলে স্বাস্থ্য ভবনের সামনের ধর্না তুলে নিয়ে সল্টলেকেই সিজিও কমপ্লেক্সের সিবিআই দফতর অভিযানে নামেন জুনিয়র ডাক্তারেরা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy