প্রতিবেদন: সৌরভ, সম্পাদনা: বিজন
৯ বছরের অপেক্ষার পর অবশেষে কাঙ্ক্ষিত জয়। ১২ রানে কেরল বুলডোজ়ার্সকে হারিয়ে সেলিব্রিটি ক্রিকেট লিগ জিতেছে যিশু সেনগুপ্তের দল বেঙ্গল টাইগার্স। ফাইনালের সেরা ব্যাটার এবং ম্যান অফ দ্য সিরিজ় রাহুল মজুমদার। সিরিজ়ের সেরা ব্যাটারের শিরোপা আর এক বাঙালি অভিনেতা জিমি বন্দ্যোপাধ্যায়ের ঝুলিতে। দলে ছিলেন টলিউডের অতি পরিচিত মুখ সৌরভ দাস। জেতার পরেই বাংলার দলকে শুভেচ্ছা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমন্ত্রণ জানিয়েছিলেন চা-চক্রে। অরূপ বিশ্বাসের মধ্যস্থতায় শনিবার মমতার কালীঘাটের বাড়িতে হাজির হয়েছিলেন ভারতজয়ী অধিনায়ক ও তাঁর দলবল। প্রায় মিনিট ৪৫ চায়ের আড্ডার পর বাইরে এসে সাংবাদিকদের মুখোমুখি হন যিশু, রাহুল, সৌরভেরা। যিশু জানান, মুখ্যমন্ত্রীর আপ্যায়নে আপ্লুত তিনি। মুখ্যমন্ত্রীর উদ্যোগে আলিপুরের সংগ্রহশালায় রাখা থাকবে যিশুদের জেতা ট্রফির অনুকৃতি। পরের বছর ইডেনে হতে পারে বেঙ্গল টাইগার্সের প্রথম ম্যাচ, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার পর এমনই জানালেন যিশুরা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy