আরজি কর-কাণ্ডের প্রতিবাদে চলা নাগরিক আন্দোলনের পাশে দাঁড়িয়ে রাজ্যসভার সাংসদ পদ এবং দল ছাড়ার কথা ঘোষণা করেছিলেন জহর সরকার। বলেছিলেন সরকারের প্রতি এ রকম ‘অনাস্থা’ আগে দেখেননি। দীর্ঘ দিনের দক্ষ, অবসরপ্রাপ্ত আমলার কাছে আনন্দবাজার অনলাইনের প্রশ্ন ছিল, উনি রাজ্য প্রশাসনের দায়িত্বে থাকলে কী ভাবে সামলাতেন ৯ অগস্ট এবং তার পরবর্তী ঘটনাক্রম? তাঁর পদত্যাগের প্রেক্ষিতে সৌগত রায় এবং দলের অন্যান্যদের কটাক্ষের উত্তরে কী বলছেন জহর? যে বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য সংসদে গিয়েছিলেন, সেই বিজেপির যদি শক্তিবৃদ্ধি হয় এই নাগরিক আন্দোলনের উপর ভর করে? দল ছাড়ার পর আগামিদিন নিয়ে তাঁর কী ভাবনা?
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy