প্রতিবেদন: রিঙ্কি ও সুদীপ্তা
দোলের সকালেও বিরাম নেই। ভোট বড় বালাই। আবির মাখার সঙ্গে সঙ্গেই জনসংযোগ। যাদবপুরে সিপিএম প্রার্থী যখন পাড়ায় পাড়ায় ঘুরছেন, তখন তাঁর মুখে লালের পাশাপাশি হলুদ-গোলাপি রঙের পরশ। দেশে নানা রং, নানা সংস্কৃতির যে বৈচিত্র্য, তাকে ধ্বংস করে একরৈখিক সত্ত্বা চাপিয়ে দেওয়ার প্রয়াসে রত আরএসএস-বিজেপি, মত সৃজন ভট্টাচার্যের। তাই আজকের দিনে দোলের বিশেষ গুরুত্ব রয়েছে বলে জানাচ্ছেন তিনি। “বামপন্থীরা রং খেলে, রং বদলায় না,” বলছেন সৃজন। রবিবারই দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে বিপুল জয় পেয়েছে বামপন্থী ছাত্রছাত্রীদের জোট। সৃজন বলছেন, “এই সময়ের সবচেয়ে বড় খবর।” কেন যাদবপুর তাঁকে বেছে নেবে? “রোটি, কাপড়া, মকানের জন্য,” বলছেন সৃজন। নাম না করে যাদবপুরের আগের সাংসদ মিমি চক্রবর্তীকে সৃজনের কটাক্ষ, “সাংসদ যদি টিকটকে ব্যস্ত থাকেন, তা হলে মানুষ পরিষেবা পাবেন কী করে!”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy