আন্তর্জাতিক লেভেল ক্রসিং সচেতনতা দিবস পালিত হয় ৯ মে। পূর্ব রেলের হাওড়া ডিভিশন আন্তর্জাতিক লেভেল ক্রসিং সচেতনতা সপ্তাহ পালন শুরু করল। রিষড়া স্টেশনে হাওড়া ডিভিশনের ডিআরএম মণীশ জৈন এই অনুষ্ঠানের সুচনা করেন। অনেক সময়েই সাধারণ মানুষকে লেভেল ক্রসিং বন্ধ থাকা অবস্থায় গেট টপকে পারাপার করতে দেখা যায়। বিপজ্জনক এই প্রবনতা সম্পর্কে সচেতন করতে রিষড়া স্টেশনের পাশের লেভেল ক্রসিংয়ে পথ নাটিকা অনুষ্ঠিত হয় রেলের তরফে। মণীশ জানান, রেল সুরক্ষার পাশাপাশি সাধারণ মানুষ যাতে সুরক্ষিত ভাবে রেল লাইন পারাপার করেন সে দিকে নজর দেওয়া হচ্ছে। রেলের তরফে বার বার সচেতন করা হলেও গেট বন্ধ থাকা অবস্থায় লাইন পারাপার করতে গিয়ে মৃত্যু হয় বহু মানুষের। এ সব যাতে না হয়, সে জন্য আরপিএফকর্মীরা তৎপর বলে জানান মণীশ। তাঁর কথায়, ‘‘আগে বহু লেভেল ক্রসিংয়ে রক্ষী থাকতেন না। বর্তমানে রক্ষীবিহীন লেভেল ক্রসিং ভারতীয় রেলে প্রায় নেই বললেই চলে।’’
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy