পাঁচ পয়সা, ঠান্ডা পানীয়ের বোতলের ছিপি, সুতোর কোণ— এগুলোর কোনওটাই স্বাভাবিক ভাবনায় জাহাজ, ফুলদানি বা ল্যাম্পশেড তৈরির উপকরণ নয়। কিন্তু এই ধরনের অপ্রচলিত উপকরণগুলোয় যখন শিল্পীর সুচারু ভাবনার ছোঁয়া লাগে, তৈরি হয় কিছু অন্য রকমের কলাকৃতি। তেমনই তাক লাগানো কিছু শিল্পসৃষ্টির দেখা মিলল লিলুয়া রেলওয়ে ওয়ার্কশপে। রেলের বাতিল যন্ত্রাংশ দিয়ে ওয়ার্কশপেরই কয়েক জন কর্মী তৈরি করেছেন অনবদ্য কিছু স্থাপত্য।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy