নিজের বাড়ির চারপাশ পরিষ্কার রাখুন, পানের পিক রাস্তায় না ফেলে গিলে ফেলুন তা হলেই পরিষ্কার হয়ে যাবে শহর — প্রধানমন্ত্রী হলে যে নির্দেশ দেবেন বলে জানালেন জাদুকর পিসি সরকার(জুনিয়র)।
চলছে অষ্টাদশতম লোকসভা নির্বাচন। এরই মধ্যে আনন্দবাজার অনলাইন হাজির হয়েছিল জাদুকর প্রদীপচন্দ্র সরকার (পিসি সরকার জুনিয়র)-এর কাছে। এক সময়ে লড়েছিলেন ভোটের ময়দানে। এখন সেখান থেকে তিনি অনেকটাই দূরে। তাঁর কাছে প্রশ্ন ছিল, তিনি যদি দেশের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পেতেন, তা হলে কোন পাঁচটি বিষয়ে উন্নয়নমূলক কাজ করতেন? ব্যক্তি-স্বাতন্ত্র্যে বরাবরই পিসি সরকার জুনিয়র অন্য রকম। রাখঢাক না রেখে নিজস্ব মেজাজে পাঁচটি পরিকল্পনার কথা ভাগ করে নিলেন তিনি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy