প্রতিবেদন: সৌরভ, সম্পাদনা: বিজন
ব্রিটিশ প্রযুক্তির বিমান বর্জন করতে চলেছে ভারত। পরিবর্তে বায়ুসেনায় যুক্ত হতে চলেছে অত্যাধুনিক এবং আরও বেশি ক্ষমতা সম্পন্ন স্প্যানিশ বিমান। ২০২১ সালে মোদী মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়, ভারত ৫৬টি বিদেশি বিমান কিনবে। সেই অনুযায়ী সে বছরই সেপ্টেম্বরে স্পেনের সঙ্গে চুক্তি করে ভারত। ঠিক হয়, কেনা হবে ৫৬টি সি-২৯৫ বিমান। মূলত পরিবহনের উদ্দেশেই এই ৫৬টি বিমান সেনা সম্ভারে সংযুক্ত হচ্ছে। যার একটি আজ পেল ভারত। স্পেন থেকে সেই বিশেষ পরিবহন বিমান ভারতে নিয়ে এলেন বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরি। ২০২৩ সালের মধ্যে আরও ১৫টি বিমান দেবে স্পেন। আর বাকি ৪০টি বিমান তৈরি হওয়ার কথা ভারতেই। গুজরাতের ভদোদরায় তৈরি হবে অত্যাধুনিক প্রযুক্তির সি-২৯৫ বিমান। ওয়াকিবহাল মহলের মতে, ভারতে সেনা বিমান তৈরি করা নরেন্দ্র মোদী সরকারের আত্মনির্ভরতারই একটি সোপান।
এখনও পর্যন্ত ভারতীয় বায়ুসেনায় পরিবহনের কাজে ব্যবহৃত হত ব্রিটিশ প্রযুক্তির এইচএস ৭৪৮ (সেভেন ফোর এইট)। ৬ টন পণ্য-সহ ৪৮ প্যারাট্রুপার বহন করার ক্ষমতা রয়েছে এই বিমানের। ১৯৬০ সাল থেকে বায়ুসেনার সঙ্গে রয়েছে এই মালবাহী বিমান। তবে এবার সেনার সংসারে আসছে ‘সি-২৯৫ (টু নাইন ফাইভ) মিলিটারি এয়ারক্রাফ্ট’।
এক ঝলকে দেখে নিন, কী এই বিমানের বিশেষত্ব?
* ১০ টন, অর্থাৎ ১০,০০০ কেজি পর্যন্ত পণ্য বহনে সক্ষম এই বিমান
* টুইন-টার্বো ইঞ্জিনের এই বিমান দীর্ঘ পথ যাত্রা করতে পারবে খুব সহজেই
* খুব ছোট পরিসরেও অবতরণে সক্ষম সি-২৯৫ (টু নাইন ফাইভ)
* এই বিমানে থাকছে বিশেষ ‘র্যাম্প ডোর’, প্যারা-ড্রপিংয়ের ক্ষেত্রে যা অত্যন্ত কার্যকর
* এই বিমান একসঙ্গে ৭১টি ট্রুপকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে সক্ষম
* সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৬০ নট, কিলোমিটারের হিসাবে যা প্রতি ঘণ্টায় প্রায় ৫০০ কিমি
* আকাশ পথেই এক বিমান থেকে অন্য বিমানে তেল সরবারহ করতে পারবে এই বিমান
* ৩০,০০০ ফুট উচ্চতায় উড়তে পারবে সি-২৯৫ (টু নাইন ফাইভ)
* একটানা ১৩ ঘণ্টা পর্যন্ত উড়ানেও কোনও সমস্যা হবে না এই স্প্যানিশ বিমানের
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy