মহিলাদের পাশাপাশি সোনার দৌড়ে এগিয়ে দেশের ছেলেরাও। গত পাঁচ দিনে ভারতের ঘরে ২৪টি পদক, যার মধ্যে ৬টি সোনা, ৮টি রুপো ও ১০টি ব্রোঞ্জ। এশিয়াডের প্রথম সোনাটি এসেছে শুটিংয়ের হাত ধরেই। ৫ দিনে এসেছে ১১টি পদক। বৃহস্পতিবার দিনের শুরুতেই শুটিংয়ে ষষ্ঠ সোনা জিতল ভারত, নেপথ্যে এবার পুরুষেরা। শুটিংয়ে মহিলাদের ব্যক্তিগত প্রতিযোগিতা, দলগত মহিলা ও দলগত পুরুষ প্রতিযোগিতায় এসেছে মোট ৪টি সোনা।দিব্যাংশ, রুদ্রাংশ, ঐশ্বর্যর পর বিশ্বরেকর্ড গড়লেন সিফট কউর সামরার। বৃহস্পতিবার ১০ মিটার এয়ার রাইফেলস দলগত বিভাগে আবারো সোনা জিতলেন ভারতের সরবজ্যোৎ সিংহ, শিবা নারওয়াল ও অর্জুন সিংহ চিমা। তাঁদের স্কোরের সংখ্যা মোট ১৭৩৪ পয়েন্ট।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy