সামনেই পুজো। পুজো মানেই বাড়তি খরচ। তাই বাড়তি টাকা উপার্জনের আশায় পুজোর আগে বালুরঘাট শহর-সহ আশপাশের গ্রামের মহিলারা মণ্ডপসজ্জার সরঞ্জাম তৈরির কাজে যুক্ত হচ্ছেন। কেউ কলেজ ছাত্রী, কেউ বা গৃহবধূ, সকলেই ব্যস্ত এই কাজে। বড় পুজো মণ্ডপ গুলির সজ্জার জন্য কখনো জরি, কখনো পুঁতি, কখনো পাতা এমন কী বিভিন্ন ধরনের বীজ দিয়ে মণ্ডপের সাজ তৈরির কাজে নিয়োগ করা হয় মহিলাদের। এই কাজ সারা বছরে তারা অন্ততপক্ষে পাঁচ মাস করতে পারেন। কেউ কলেজের ক্লাস শেষ করে, কেউবা বাড়ির কাজ শেষ করে ছেলেমেয়েকে স্কুলে দিয়ে বাড়তি সময়টুকু কাজে লাগাচ্ছেন। এতে যা রোজগার হয় তা দিয়ে পুজোর হাত খরচা অনায়াসে চলে যায়। কখনো ঘণ্টাভিত্তিক চুক্তিতে কখনো বা হাজিরার চুক্তিতে টাকা দিয়ে থাকেন মণ্ডপ ব্যবসায়ীরা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy