প্রতিবেদন: সুদীপ্তা, সম্পাদনা: সৈকত
সুকুমার রায়ের কালজয়ী সৃষ্টি ‘আবোল তাবোল’-এর শতবর্ষেই ৯০-এ পা দিল উত্তর কলকাতার হাতিবাগানের নবীনপল্লির পুজো। এ বারের পুজোয় থিম হিসাবে বেছে নেওয়া হয়েছে বাঙালির অত্যন্ত প্রিয় ছড়াগুলিকেই। ‘আবোল তাবোল’-এর বিভিন্ন চরিত্রেরা ছবি বইয়ের পাতা থেকে সোজা উঠে এসেছে মণ্ডপসজ্জায়। এলাকার ১২টি বাড়ি রং করে তার গায়ে ছবি আঁকা হয়েছে। ১৯২৩ সালে প্রথম ছাপা হয় ‘আবোল তাবোল’। সেই ছাপাখানাও উঠে এসেছে মূল মণ্ডপে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy