১৯৮৩ সালের বন্যা দেখেছেন। ভোলেননি ১৯৯৩ সালের হাবুডুবু খাওয়াও। কিন্তু ২০২৪ সব দিক থেকেই আলাদা। গত চার দশকে এমন বন্যা দেখেনি ত্রিপুরা। গত সোমবার থেকে সেই যে বৃষ্টি শুরু হল, তার আর থামার নাম নেই। চার দিন ধরে অবিরাম বৃষ্টি চলার পর শনিবার সকালে পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে ঠিকই, কিন্তু আকাশের মুখ এখনও ভার। ঘরপোড়া গরু ত্রিপুরা ডরাচ্ছে সেই থমথমে আকাশ দেখে। একই অবস্থা বাংলাদেশেও।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy