তৃতীয় এনডিএ সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনিই একমাত্র অর্থমন্ত্রী, যিনি টানা সাত বার দেশের অথনৈতিক হিসাব-নিকাশ পেশ করলেন। ভেঙে দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের ছ’বারের বাজেট পেশ করার নজির। নিয়ম মোতাবেক, বাজেট পেশের আগে রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে বাজেটের খসড়া তুলে দেন অর্থমন্ত্রী। ‘শুভ কাজে’ যাওয়ার আগে নির্মলাকে দই-চিনি খাইয়ে দেন রাষ্ট্রপতি। জেএনইউ এবং লন্ডন স্কুল অফ ইকনমিক্সের প্রাক্তনী নির্মলা ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় পদার্পন করার পর থেকেই তাঁর শাড়ি উঠে এসেছে চর্চায়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy