প্রতিবেদন: প্রিয়ঙ্কর ও প্রচেতা, চিত্রগ্রহণ: প্রিয়ঙ্কর, সম্পাদনা: সুব্রত
’৯০-এ আডবাণীর রথযাত্রা আর তার পর রামজন্মভূমি আন্দোলনকে কেন্দ্র করে করসেবকদের উপরে উত্তরপ্রদেশ সরকারের গুলিবর্ষণ। তার ঠিক দু’বছর বাদে, করসেবকদের গাঁইতি-শাবলের গুঁতোয় ধুলো হয়ে গেল সাড়ে চারশো বছরেরও পুরনো মসজিদ। দু’বারই বাবরি-রামজন্মভূমি চত্বরে উপস্থিত ছিলেন ফৈজ়াবাদের পুরনো কাগজ ‘জনমোর্চা’র সম্পাদক সুমন গুপ্ত। চেনা অযোধ্যাকে নিজের চোখের সামনে বদলে যেতে দেখেছেন। এখনও ভোলেননি ’৯০ আর ’৯২-এর দিনগুলি। বলছেন, ৬ তারিখ উন্মত্ত জনতার হাতে মার খেতেন, অচেনা দু’জন বাঁচান।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy