৬৪ শতাংশ (৬,৭৩,৮০৩ মূল্যের) ভোট পেয়ে ভারতের ১৫তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন দ্রৌপদী মু্র্মু। আদতে ওড়িশার বাসিন্দা, ৬৪ বছরের মু্র্মু দেশের কনিষ্ঠতম রাষ্ট্রপতি। ১৯৯৭ সালে বিজেপিতে যোগ দেওয়ার আগে ওড়িশা সরকারের সেচ ও বিদ্যুৎ দপ্তরে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে কর্মজীবন শুরু করেন তিনি। এরপরে দীর্ঘদিন শিক্ষকতা করেন স্থানীয় একটি স্কুলে। রাজনৈতিক জীবনের শুরুতেই ওড়িশার রায়রংপুর পুরসভায় বিজেপির টিকিটে কাউন্সিলর পদে নির্বাচিত হন মুর্মু। পরবর্তী সময়ে, ২০০০ ও ২০০৯ সালে রায়রংপুর কেন্দ্র থেকে জিতে ওড়িশা বিধানসভায় যান। ২০০০ থেকে ২০০৪ সালের মধ্যে ওড়িশার তৎকালীন বিজেপি-বিজেডি জোট সরকারের দুটি আলাদা দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীও হন। রাষ্ট্রপতি হওয়ার আগে মুর্মু ২০১৫য় ঝাড়খণ্ডের প্রথম মহিলা রাজ্যপাল হিসেবে শপথ নেন ও পাঁচ বছরের মেয়াদ সম্পূর্ণ করেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy