ট্রাম্পের আকাশে নতুন নক্ষত্রের আবির্ভাব। ‘অসাধারণ মানুষ!’ এই নামেই তাঁকে অভিহিত করেছেন ট্রাম্প বিজয়ী ভাষণের মঞ্চে। তিনি ইলন মাস্ক। অথচ, ২০১৬ সালে কিন্তু ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসাবে চাননি টেসলার মালিক মাস্ক। তাঁর পছন্দ ছিল ট্রাম্পের ডেমোক্র্যাট প্রতিপক্ষ, যাঁকে ‘বদমাশ হিলারি ক্লিন্টন’ বলে ডাকেন ট্রাম্প। ২০২৪-এ পাশা বদলে গিয়েছে। নির্বাচনে ট্রাম্পের প্রচারে নিজেকে উজাড় করে দিয়েছেন এক্স-কর্তা। এ বার ট্রাম্পের প্রচারে প্রায় ১১৯ মিলিয়ন ডলার অনুদানের ব্যবস্থা করেন সিলিকন ভ্যালির ধনকুবের ইলন। হাইটেক ব্যবসার ঘাঁটি আমেরিকার সিলিকন ভ্যালি। সেই সিলিকন ভ্যালির উদ্যোগপতিদের সমর্থন এবং অনুদানের বেশির ভাগটাই যায় ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের ঝুলিতে। বিল গেট্স, জর্জ সোরোসের মতো উদ্যোগপতিদের সমর্থন পান কমলা। তবে সিলিকন ভ্যালির উদ্যোগপতিদের ছোট একটা গোষ্ঠীর অনুদান পান ট্রাম্পও। সেই তালিকায় সবচেয়ে বড় নাম ইলনই।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy