প্রতিবেদন: রিঙ্কি, সম্পাদনা: সৈকত
ক্যান্সার-আক্রান্ত রামকৃষ্ণের চিকিৎসা চলছে কাশীপুরের বাগানবাড়িতে। সেখানেই, ১৮৮৬ সালের প্রথম দিনে, বাগানে নেমে এসে নাট্যকার গিরিশচন্দ্র ঘোষকে ঠাকুর বললেন, “হ্যাঁ গো, তুমি যে আমার সম্পর্কে এত কিছু বলে বেড়াও, আমাকে তুমি কী বুঝেছো?” গিরিশ ঘোষ নতজানু হয়ে বসে পড়ে বললেন, “স্বয়ং ব্যাস বাল্মীকি যাঁর ইয়ত্তা করতে পারেননি, আমি তাঁর কী বলব?” কথিত, গিরিশ ঘোষের এই জবাব শুনে রামকৃষ্ণের ভাবসমাধি হল। তিনি বললেন, “তোমাদের আর কী বলব? তোমাদের চৈতন্য হোক।” চারিদিকে রটে গেল, “ঠাকুর আজ কল্পতরু হয়েছেন।” সেই থেকেই প্রতি ১ জানুয়ারি ধুমধাম করে কল্পতরু উৎসব পালিত হয়ে আসছে কাশীপুরের উদ্যানবাটিতে। প্রতি বছরের মতোই, এ বারেও সকাল থেকেই লম্বা লাইন পড়েছে ভক্তদের। রামকৃষ্ণের জীবনের শেষ ক’মাস কেটেছে যে ঘরে, শুধুমাত্র এ দিনটিতেই সেই ঘরটি দেখবার সুযোগ পান ভক্তেরা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy