প্রতিবেদন: সৌরভ, সম্পাদনা: বিজন
সংশোধনাগারে ১৯৬টি শিশুর জন্ম! ঘটনা শিরোনামে আসতেই নতুন বিতর্কের সূত্রপাত। সম্প্রতি আদালত বান্ধব, আইনজীবী তাপস কুমার ভঞ্জ রাজ্যের সংশোধনাগরে মহিলা আবাসিকদের গর্ভবতী হওয়ার বিষয়টি সামনে নিয়ে এসেছেন। সরকারের দেওয়া তথ্য জনসমক্ষে আসতেই কোর্ট রুমে উৎকণ্ঠা! প্রশ্ন উঠছে— রাজ্যের ৬০টি সংশোধনাগারে মহিলাদের গর্ভবতী হওয়ার ঘটনা কী ভাবে ঘটল? তড়িঘড়ি কারা দফতরের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কলকাতা হাইকোর্ট। সরকারের দাবি, সংশোধনাগারের ভিতরে গর্ভবতী হওয়ার কোনও ঘটনাই ঘটেনি। গর্ভবতী অবস্থায় সংশোধনাগারে আসার ঘটনা যেমন ঘটে, তেমনই তাছাড়াও প্যারোলে ‘মুক্ত’ থাকার সময়েও কোনও আবাসিক গর্ভবতী হতে পারেন বলে মত সংশ্লিষ্ট দফতরের।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy