প্রতিবেদন: সুদীপ্তা, সম্পাদনা: অসীম
সাধারণত গরমে দাম কমে মুরগির মাংসের । এ বছর গরম পড়তেই উল্টোমুখী বাজার। সপ্তাহখানেক আগেও যে বাজারে এক কিলোগ্রামের দাম ছিল ১৪০ টাকা, সেটাই বেড়ে দাঁড়িয়েছে ২৬০-২৫০ টাকায়। ব্যবসায়ীদের দাবি, মুরগির খাবারের দাম বেড়ে যাওয়াই এর কারণ। অন্য দিকে আলুর দামও বাড়ছে দিন দিন। মাংস-আলু মিলিয়ে মহার্ঘ মুরগির ঝোল। কেন ঊর্ধ্বমুখী বাজার? খোঁজ নিল আনন্দবাজার অনলাইন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy