প্রতিবেদন: তীর্থঙ্কর
গরুপাচার-কাণ্ডে অনুব্রতের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া যথাবিধি চলছে। সিবিআই হেফাজতে থাকা কেষ্টর জামিনের আবেদনও শীঘ্রই জমা পড়তে পারে আদালতে। তবে তার আগেই অনুব্রতের জামিন চেয়ে আরও একটি ‘আবেদন’ এসে পৌঁছেছে বিশেষ সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারকের কাছে। সিবিআই সূত্রের দাবি, একটি চিঠি দিয়ে বলা হয়েছে, ‘গরু পাচার মামলা অনুব্রত মণ্ডলকে জামিন দিন, নয়তো সপরিবার মাদক মামলায় ফাঁসানো হবে।’
এই প্রসঙ্গে প্রশ্নের উত্তরে অনুব্রত বলেন, ‘‘আমি জজসাহেবকে বলব। যারা জজসাহেব সম্পর্কে বলেছে। আমি সিবিআই তদন্ত চাইব।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy