৪৪ বছরের ব্যবধানে আবহাওয়া নিজেই নিজের রেকর্ড ভাঙল। এই গরমের মরসুমে কলকাতার পারদ সর্বোচ্চ ৪১.৭ ডিগ্রি ছুঁয়েছে। তথ্য বলছে, শেষ বার কলকাতা এত গরম দেখেছিল ১৯৮০ সালে। রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ইতিমধ্যেই ৪৫ ডিগ্রি পেরিয়েছে। শহর কলকাতায় তাপপ্রবাহের কমলা সতর্কতা এবং দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে লাল সতর্কতা জারি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এ বছর এত গরম কেন? প্রতি বছর কি এভাবেই গরম বাড়বে? প্রকৃতির এই রূপবদলের কারণ কী? বিশ্লেষণ করলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূগোলের অধ্যাপক লক্ষ্মীনারায়ণ সৎপতি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy