আরজি করের বিতর্কিত অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালের দায়ভার দেওয়া ‘পুরস্কারে’র সমান, মঙ্গলবার এমনটাই পর্যবেক্ষণ ছিল কলকাতা হাই কোর্টের। আরজি করের ঘটনায় দায়ের হওয়া একাধিক জনস্বার্থ মামলার শুনানিতে, সন্দীপকে ছুটিতে যেতে বাধ্য করে আদালত। রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়, তাঁকে অন্য কোথাও অধ্যক্ষ পদে নিয়োগ করা যাবে না। এ দিকে, স্বাস্থ্য ভবনের সিদ্ধান্তের বিরোধিতা করে দিনভর বিক্ষোভ দেখান ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসকেরা। যত দিন না আরজি কর-কাণ্ডে অপরাধীর শাস্তি হচ্ছে, তত দিন তাঁদের কর্মবিরতি চলবে বলেই জানান ন্যাশনালের জুনিয়র চিকিৎসকেরা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy