শিলিগুড়ির অনতিদূরে ফুলবাড়ি আন্তর্জাতিক সীমান্ত এলাকায় রয়েছে একাধিক গ্রাম, যেগুলি ভারতের মধ্যে পড়ে। কাঁটাতার লাগোয়া সেই গ্রামগুলিতে বিএসএফ বরাবরই বাড়তি নজরদারি চালিয়ে এসেছে। কিন্তু সূত্রের খবর, ইদানীং বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতির জেরে গত সোমবার থেকেই আরও কড়া নজরদারি শুরু করেছে বিএসএফ। গ্রামের বাসিন্দাদের গতিবিধি সম্পর্কে যাবতীয় তথ্য বিএসএফের হাতেই রয়েছে। এ বার তাঁরা সরাসরি গ্রামবাসীদের সঙ্গে ঘনঘন বৈঠক করছে বলে জানা গিয়েছে। গ্রামবাসীদের সঙ্গে বৈঠকে তাঁদের সতর্ক করা হচ্ছে, আকস্মিক কোনও পরিস্থিতি তৈরি হলে কী করতে হবে, জানানো হচ্ছে তা-ও৷ পাশাপাশি, অপরিচিত কোনও ব্যক্তিকে গ্রামে দেখলেই বিএসএফের সঙ্গে যোগাযোগ করতে বলা হচ্ছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy