স্বাধীনতার অমৃত মহোৎসব অনুষ্ঠানে যোগ দিল বর্ডার গার্ড বাংলাদেশও। রবিবার ফুলবাড়ির ইন্দো-বাংলা সীমান্তে স্বাধীনতার ৭৫ তম বর্ষ পূর্তির ঠিক আগের দিন ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বাংলাবান্দা সীমান্তের জিরো পয়েন্টে পঞ্চগড় এলাকায় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর আধিকারিকরা উপস্থিত ছিলেন। দুই দেশের সাধারণ মানুষও উপস্থিত হন ওই অনুষ্ঠানে।
দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের মধ্যে অভিনন্দন বিনিময় হয়। মিষ্টির সঙ্গে শুভেচ্ছাও বিনিময় হয়। এর পর কাঁটাতারের বেড়া বরাবর সীমান্ত দিয়ে বার করা হয় শোভাযাত্রা। ছোট থেকে বড় সকলের হাতেই জাতীয় পতাকা। জমকালো অনুষ্ঠানের পাশাপাশি অস্ত্র প্রদর্শনীরও আয়োজন করা হয়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy