প্রতিবেদন: প্রচেতা
মধ্য কলকাতার পুরনো পাড়া। লাল ইঁটের বাড়ি। রাস্তায় হাঁটতে চলতে কানে আসবে পাড়ার লোকের ছেঁড়া ছেঁড়া ইংরেজি-হিন্দি মেশানো আলাপ। বো ব্যারাকস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গড়ে উঠেছিল এই বসতি। অনেকেই বিদেশে পাড়ি দিয়েছেন, বা নতুন ঠাঁই বানিয়েছেন এ শহর বা দেশেরই অন্য কোথাও। ১৩২টি অ্যাংলো-ইন্ডিয়ান পরিবার এখনও রয়ে গিয়েছেন। বড়দিনের আমেজ মাখতে গোটা কলকাতা উপচে পড়ে এই ঐতিহ্যবাহী বসতির ছোট চৌহদ্দির মধ্যে। আনন্দবাজার অনলাইনে বো ব্যারাকসের গল্প।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy