প্রতিবেদন: রিঙ্কি, সম্পাদনা: সৈকত
গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল ভেঙে মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। সঙ্গে বাড়ছে রাজনৈতিক চাপান-উতর। মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে গিয়ে জানিয়েছেন, বেআইনি নির্মাণ চলছিল। খোদ মেয়র ফিরহাদ হাকিমের বিধানসভা এলাকায় বেআইনি নির্মাণকে কেন্দ্র করে বিরোধীরা ইতিমধ্যেই কটাক্ষ করতে শুরু করেছে। বিজেপি নেতা তথা পুর প্রতিনিধি সজল ঘোষ এ দিন ঘটনাস্থলে গেলে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল সমর্থকরা। পুলিশের তরফেও সজলকে বলা হয় এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে। পুলিশের সঙ্গে বচসায় জড়ান সজল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy