Advertisement
০৮ নভেম্বর ২০২৪
BJP Candidate

বাংলার ২০ আসনে প্রার্থী ঘোষণা বিজেপির, ঘাটালে হিরণ, কাঁথি থেকে লড়বেন শুভেন্দুর ভাই সৌমেন্দু

কাঁথি থেকে বিজেপির টিকিটে লড়তে দেখা যাবে শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীকে।

সম্পাদনা: সৈকত

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৪ ১৫:০৪
Share: Save:

বেজে গেল ভোটের দামামা। শনিবার লোকসভা নির্বাচনের প্রথম পর্বের প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। এ দিনের প্রকাশিত প্রার্থী তালিকায় রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম। প্রত্যাশা মতো এ বারও উত্তর প্রদেশের বারাণসী কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। গুজরাতের গান্ধীনগর কেন্দ্র থেকে লড়তে চলেছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। ১৯৫ জনের প্রার্থী তালিকায় রয়েছে কেন্দ্রের ৩৪ মন্ত্রীর নামও। চব্বিশের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দী হিসাবে দেখা যাবে মধ্য প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানকে। তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের ২০ জন প্রার্থীর নামও। এঁদের মধ্যে রয়েছেন কেন্দ্রের ৩ মন্ত্রীর নাম। কোচবিহার থেকে নিশীথ প্রামাণিক, বাঁকুড়া থেকে সুভাষ সরকার এবং বনগাঁ কেন্দ্র থেকে শান্তনু ঠাকুরের নাম প্রার্থী হিসাবে ঘোষণা করেছে বিজেপি। ঘাটাল থেকে এ বার প্রার্থী করা হয়েছে খড়্গপুর সদরের বিধায়ক অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়কে। আলিপুরদুয়ার থেকে প্রার্থী করা হল মনোজ টিজ্ঞাকে। যাদবপুর কেন্দ্র থেকে লড়বেন বিজেপির ‘থিঙ্ক ট্যাঙ্কে’র অন্যতম নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়। হুগলি থেকে এ বারও প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। আর কাঁথি থেকে বিজেপির টিকিটে লড়তে দেখা যাবে শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE