সাত দফা অভিযোগ নিয়ে হুগলির জেলাশাসকের দফতর অভিযানের ডাক দিয়েছিল বিজেপি। সোমবার জেলা সদর চুঁচুড়ায় ওই কর্মসূচিতে নেতৃত্ব দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রাজ্য সরকারের বিরুদ্ধে এসএসসি নিয়োগ দুর্নীতি, একশো দিনের কাজের টাকা লুট, সাংসদ তহবিলের টাকা খরচ করতে না দেওয়া, পুলিশকে দলীয়কর্মীতে পরিণত করা-সহ মোট সাত দফা অভিযোগে ওই কর্মসূচির ডাক দিয়েছিল হুগলি জেলা বিজেপি। ওই কর্মসূচিতে অংশ নিয়েছিলেন সুকান্ত। বিজেপির মিছিল আটকাতে জেলাশাসকের দফতরের অনেক আগে পিপুলপাতিতে বাঁশের ব্যারিকেড করে পুলিশ। তার আগে কারবালা মোড়, এইচআইটি কলেজের কাছেও ব্যারিকেড করা হয়। মিছিল প্রথম দু’টি ব্যাড়িকেড ভেঙে এগিয়ে যায়। পিপুলপাতির ব্যারিকেডে আটকে যায় মিছিল। পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের শুরু হয় ধ্বস্তাধস্তি। ব্যাপক উত্তেজনা ছড়ায়।বিজেপির অভিযোগ, তাদের দলের কয়েক জন অসুস্থ হয়ে পড়েন। সুকান্ত বসে পড়েন রাস্তায়। চলতে থাকে স্লোগান। চন্দননগর পুলিশ কমিশনারেটের এসিপি-র নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। র্যাফ, টাস্ক ফোর্স, জল কামান, কাদানে গ্যাসও মজুত ছিল। পরে সুকান্ত ‘‘পুলিশ গণতান্ত্রিক আন্দোলনে বাধা দিয়েছে। জেলা সভাপতিকে গ্রেফতার করেছে। দাবি পূরণ না হলে আগামী দিনে নবান্ন অভিযান করা হবে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy