Advertisement
০৫ নভেম্বর ২০২৪
R G kar Incident

সঙ্গীত শিল্পীরা গেয়ে উঠলেন ‘আগুন জ্বালো’, সমবেত স্বরে শোনা গেল ‘আমরা করব জয়’

‘‘মেয়েরা কি চাকরি ছেড়ে বাড়িতে বসে থাকবে? নারীরা সুবিধা চান না, চান সুরক্ষা। প্রশাসন তা নিশ্চিত করুক’’, মত শিল্পীদের।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২০ অগস্ট ২০২৪ ২৩:০৭
Share: Save:

‘তমসো মা জ্যোতির্গময়’ লেখা ব্যানার, ভেসে এল স্লোগান- ‘সব শিল্পীর এক স্বর, জাস্টিস ফর আরজি কর’। সোমবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার মিছিলে একজোট হলেন বাংলার তাবড় শিল্পীরা। নব নালন্দা থেকে সাদার্ন অ্যাভিনিউ হয়ে এই মিছিল পৌঁছল গোলপার্কে। গান গাইতে গাইতেই মিছিলে হাঁটলেন যন্ত্রশিল্পীরাও। মিছিলে পা মেলালেন অঞ্জন দত্ত, রূপম ইসলাম, অনুপম রায়, লোপামুদ্রা মিত্র, রূপঙ্কর বাগচী, কৌশিকী চক্রবর্তী, অন্তরা চৌধুরী, দেবজ্যোতি মিশ্র, ইন্দ্রদীপ দাশগুপ্ত, শুভমিতা, জয়তী চক্রবর্তী, জয় সরকার, সিধু, পটা, অন্বেষা, ইমন, লগ্নজিতা, অনীক, ইমন, সৌম্যজিৎ-সৌরেন্দ্র, পৌষালী সহ আরও অনেকে। মেয়েদের রাতের শিফটে কাজ কমিয়ে দেওয়ার ভাবনাকেও ধিক্কার জানালেন শিল্পীরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE