প্রতিবেদন: প্রচেতা, চিত্রগ্রহণ: সৌরভ, সম্পাদনা: সৈকত
সত্য ঘটনা অবলম্বনে ছবি। আসছে ‘হুব্বা’। ছবি মুক্তি ১৯ জানুয়ারি। পরিচালনায় ব্রাত্য বসু। অভিনয়ে মোশারফ করিম। দুঁদে পুলিশকর্তা সুপ্রতিম সরকারের লেখা ‘গোয়েন্দাপীঠ’ পড়তে পড়তেই মনে হয়, ছবি তৈরির জন্য আদর্শ ‘হুব্বা’ ওরফে শ্যামল দাসের চরিত্র। হুগলির ডাকাবুকো ‘দাদা’কে নিয়ে ছবি তৈরির ভাবনার সেই শুরু। হুব্বা শ্যামলের চরিত্রে পরিচালকের প্রথম পছন্দও ছিলেন মোশারফ করিম। অভিনেতা রাজি হয়ে যাওয়ায় আর কোনও বিলম্ব করেননি ব্রাত্য। শুরু হয় কাজ। অবশেষে যা রূপোলি পর্দায় আত্মপ্রকাশ করবে চলতি মাসের তৃতীয় শুক্রবার। ‘রাস্তা’ ব্রাত্য বসুর প্রথম ছবি। নিম্নবর্গের অর্থাৎ ‘সাবঅলটার্ন’ বিষয় নিয়ে কাজ করার ঝোঁক পরিচালকের বরাবরেরই। তারই আরও একটি উজ্জ্বল দৃষ্টান্ত হতে চলেছে ‘হুব্বা’। ‘ডিকশনারি’ ছবি করার সময়েই পরিচালকের ভাবনাগর্ভে ছিল এই ছবি। মোশারফ করিম একান্তই সময় না দিতে পারলে ভেবেছিলেন নিজেই করবেন হুব্বার চরিত্র। এমনকি এই ছবির চিত্রনাট্যও নাকি অনেকটাই মোশারফকে ভেবেই লিখেছেন তিনি। আগামী ছবিতেও তাঁকে নিজের ছবিতে রাখতে চান ব্রাত্য বসু। ‘হুব্বা’ ছবিতে রয়েছে তিন তিনটি গান। ঘটনাচক্রে তিনটে গানই রয়েছে শিলাজিৎ মজুমদারের গলায়। ব্রাত্য বসুর কথায়, “শিলাজিৎ নাশকতামূলক গানে অসাধারণ কাজ করেছে। আগাগোড়াই ওর কাজ আমার ভাল লেগেছে।” ব্রাত্য বসু পরিচালিত এই ছবি কলকাতা তো বটেই, মুক্তি পাচ্ছে ঢাকায়ও। এমনকি বিদেশেও এই ছবি মুক্তি পাওয়ার কথা চলছে। রূপোলি পর্দায় ‘হুব্বা’ নিয়ে পরিচালক ব্রাত্য বসুর প্রথম সাক্ষাৎকার আনন্দবাজার অনলাইনে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy