প্রতিবেদন: সুদীপ্তা
শহীদ মিনারে সকাল থেকে রাত হাজারো বাজির সম্ভার। সবই অবশ্য সবুজ বাজি, মোড়কে ‘কিউআর কোড’। কালীপুজো পর্যন্ত খোলা থাকবে বাজার। এ বারে রাজ্যজুড়ে ১৭০টি বাজির বাজার হচ্ছে। যার মধ্যে এ শহরেই তিনটি। শহীদ মিনারের পাশাপাশি টালা পার্ক এবং যাদবপুরেও বসেছে বাজির বাজার। আতশবাজি ব্যবসায়ী সমিতির দাবি, একসঙ্গে এতগুলি বাজি বাজার নজিরবিহীন। বাজারে বিক্রি হওয়া শব্দবাজির ডেসিবেল ১২৫-এর মধ্যেই রাখা হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। শহীদ মিনারের নীচের বাজারে প্রথম দিনের ব্যবসা কেমন? খোঁজ নিল আনন্দবাজার অনলাইন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy