Advertisement
১১ জুন ২০২৪
Shahjahan Sheikh Arrested

তর্জনীর ইশারায় ‘না’, সাদা পোশাকে বসিরহাট আদালতে সন্দেশখালির ‘বাঘ’

বৃহস্পতিবার রাজ্য পুলিশের হাতে ধৃত শাহজাহান শেখকে ১০ দিনের জন্য পুলিশি হেফাজতে পাঠায় বসিরহাট মহকুমা আদালত।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
বসিরহাট শেষ আপডেট: ২৯ ফেব্রুয়ারি ২০২৪ ১১:৫৩
Share: Save:

৫৫ দিন ‘নিখোঁজ’ থাকার পর রাজ্য পুলিশের হাতে গ্রেফতার শাহজাহান শেখ। এডিজি দক্ষিণবঙ্গ জানান, বুধবার রাতে মিনাখাঁর বামনপুকুর থেকে গ্রেফতার করা হয় সন্দেশখালির তৃণমূল নেতাকে। পুলিশ তাঁর ১৪ দিনের হেফাজত চাইলেও আদালত ১০ দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেছে।

গ্রেফতারির পর তাঁকে সোজা আনা হয়েছিল বসিরহাট মহকুমা আদালতের গারদে (কোর্ট লকআপ)। বৃহস্পতিবার সকালে বসিরহাট মহকুমা আদালতের কোর্ট লকআপ থেকে বার করে কিছু ক্ষণের জন্য শাহজাহানকে আনা হয় এজলাসে। লকআপ থেকে এজলাসে আনার পথে সাদা কুর্তা, পাজামা পরিহিত শাহজাহান যদিও কোনও কথা বলেননি। আদালত তাঁকে ১০ দিন পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। শুনানি শেষে শাহজাহানকে নিয়ে আদালত থেকে বেরিয়ে যায় পুলিশ। বিশাল কনভয় কোথায় যাচ্ছে তা নিয়ে জল্পনা ছিল। কারণ, শাহজাহানের গ্রেফতারি নিয়ে প্রথম থেকেই পুলিশ চূড়ান্ত গোপনীয়তা অবলম্বন করছে। স্বভাবতই, তাঁকে কোথায় রাখা হবে তা এখনও স্পষ্ট নয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE