সন্ধ্যা নামলেই দুষ্কৃতীদের স্বর্গরাজ্য হয়ে উঠছে বারুইপুর বাইপাস৷ আলো থাকলেও তা জ্বলছে না৷ ফলে সমস্যায় পড়ছেন পথচারীরা৷ দুর্ঘটনার জেরে প্রাণ যাচ্ছে৷ অন্ধকারের সুযোগ নিয়ে এলাকায় বাড়ছে চুরি, ছিনতাইয়ের মতো ঘটনা৷
বারুইপুর বাইপাস দিয়ে কলকাতার পাশাপাশি বিষ্ণুপুর, জয়নগর, ক্যানিংয়ে যাতায়াত করা যায়৷ কিন্তু সন্ধ্যার পর শুরু হয় আতঙ্ক। এলাকার বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ মাননীয় বিমান বন্দোপাধ্যায় জানান, এই সমস্যা রাজ্যের গ্রামাঞ্চল জুড়েই৷ তিনি নিজে বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন৷ আর্থিক সমস্যার কারণে সমাধান করা সম্ভব হয়নি৷ তবে বিষয়টি তিনি ফের জানাবেন এবং যাতে সমাধান হয় তার জন্য উপযুক্ত পদক্ষেপ নেবেন বলে আশ্বাস৷ এই এলাকার একটি অংশ হরিহরপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে৷ তার প্রধান কমল মিত্র জানান, পঞ্চায়েতের পক্ষে আলোর বিল মেটানো সম্ভব নয়৷ তাছাড়া এই হাইমাস লাইট দেখভাল করার পরিকাঠামোও তাদের নেই৷ ফলে বিপাকে স্থানীয়েরা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy