৩০০ আসন বিশিষ্ট সংসদে ২২৩ আসনে জয়ী আওয়ামী লীগ। আর এই জয়ে প্রত্যাশা মতোই পঞ্চমবারের জন্য প্রধানমন্ত্রী হতে চলেছেন শেখ হাসিনা। তবে ‘গল্প হলেও সত্যি’— বাংলাদেশ এ বার ‘বিরোধীশূন্য’। সরকারিভাবে বিরোধী দলের তকমা পাওয়া জাতীয় দল পেয়েছে মাত্র ১১টি আসন। অন্যদিকে নির্দল প্রার্থীরা জিতেছে ৬৩টি আসনে। এঁদের মধ্যে সিংহভাগই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী। ওয়াকিবহাল মহলের একাংশের বক্তব্য জয়ী নির্দল প্রার্থীরা আসলে আওয়ামী লীগেরই ‘ডামি’ প্রার্থী। ঘটনাচক্রে নির্দল প্রার্থীদের সমষ্টিগত সংখ্যা জাতীয় দলের পাওয়া আসনের থেকে পাঁচ গুণেরও বেশি। সদ্য সমাপ্ত নির্বাচনে ভোট পড়েছে মাত্র ৪০ শতাংশ। যার অর্থ, ভোটারদের ৫০ শতাংশও এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেননি বা চাননি। এ বারের ভোটে অংশগ্রহণ করেনি বাংলাদেশ ন্যাশনাল পার্টি (বিএনপি)। ভোট বয়কট করেছে জামাতে ইসলামিও। বিরোধীদের অন্তত ২০,০০০ নেতা কর্মী গারদে। ২০১৪ সালে আওয়ামী লীগ জিতেছিল ২৩৪ আসনে, যার মধ্যে ১৫৩ আসনে কোনও প্রতিদ্বন্দ্বিতাই হয়নি। ২০১৮ সালে সংসদে আওয়ামী লীগের আসন সংখ্যা বেড়ে হয় ২৮৮।
৩০০ আসন বিশিষ্ট সংসদে ২২৩ আসনে জয়ী আওয়ামী লীগ। প্রত্যাশা মতোই পঞ্চম বারের জন্য প্রধানমন্ত্রী হতে চলেছেন শেখ হাসিনা। বিশ্বে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকা মহিলা রাষ্ট্রপ্রধানও তিনিই। এক নজরে মুজিবর রহমান কন্যার রাজনৈতিক জীবন।
তবে ‘গল্প হলেও সত্যি’— বাংলাদেশ এ বার ‘বিরোধীশূন্য’। সরকারি ভাবে বিরোধী দলের তকমা পাওয়া জাতীয় দল পেয়েছে মাত্র ১১টি আসন। অন্যদিকে নির্দল প্রার্থীরা জিতেছেন ৬৩টি আসনে। এঁদের মধ্যে সিংহভাগই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী। ওয়াকিবহালমহলের একাংশের বক্তব্য জয়ী নির্দল প্রার্থীরা আসলে আওয়ামী লীগেরই ‘ডামি’ প্রার্থী। ঘটনাচক্রে নির্দল প্রার্থীদের সমষ্টিগত সংখ্যা জাতীয় দলের পাওয়া আসনের থেকে পাঁচ গুণেরও বেশি। সদ্য সমাপ্ত নির্বাচনে ভোট পড়েছে মাত্র ৪০ শতাংশ। যার অর্থ, ভোটারদের ৫০ শতাংশও এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেননি বা চাননি। এ বারের ভোটে অংশগ্রহণ করেনি বাংলাদেশ ন্যাশনাল পার্টি (বিএনপি)। ভোট বয়কট করেছে জামাতে ইসলামিও। বিরোধীদের অন্তত ২০,০০০ নেতা কর্মী গারদে। ২০১৪ সালে আওয়ামী লীগ জিতেছিল ২৩৪ আসেন, যার মধ্যে ১৫৩ আসনে কোনও প্রতিদ্বন্দ্বিতাই হয়নি। ২০১৮ সালে সংসদে আওয়ামী লীগের আসন সংখ্যা বেড়ে হয় ২৮৮। এ বারে আসন সংখ্যা কমলেও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়েই সরকার গড়তে চলেছেন হাসিনা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy