প্রতিবেদন: প্রচেতা, সম্পাদনা: সুব্রত
নতুন বছরের ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই মন্দিরের জন্যই দু’টি মূর্তি তৈরি করলেন বাংলার শিল্পী। বছর দেড়েক আগে দু’টি রামের মূর্তি তৈরি করার বরাত পান মহম্মদ জামালউদ্দিন। তখনও তিনি জানতেন না, তাঁর তৈরি ফাইভারের রামের মূর্তিই থাকবে অযোধ্যায়। ‘ধনুক হাতে দাঁড়িয়ে শ্রীরামচন্দ্র’, মোবাইলে ছবি দেখিয়ে ১৫ ফুটের দু’টি মূর্তি বানিয়ে দেওয়ার বরাত দেন অযোধ্যা থেকে আসা জনৈক ক্রেতা। প্রথম মূর্তির দাম ধার্য হয় ২ লক্ষ ৮০ হাজার টাকা। আর দ্বিতীয় মূর্তির জন্য জামালউদ্দিন নিয়েছেন আড়াই লক্ষ টাকা। খবর দেখেই তিনি জানতে পারেন, তাঁর তৈরি মূর্তিই থাকবে অযোধ্যার রাম মন্দিরে। এই খবরে জামালউদ্দিন শুধু আনন্দিতই নন গর্বিতও। মন্দির উদ্বোধনের দিন যদি অতিথি আসনে থাকার সুযোগ আসে, যাবেন? জামালউদ্দিনের উত্তর, সময় পেলে নিশ্চয়ই ভেবে দেখবেন। তবে রামের হাত ধরে যে লক্ষ্মীলাভ হল, তা দত্তপুকুরের ফাইভার মূর্তির হাবকে যেন আরও সঞ্জীবনী জোগায় সেই আশাই করছেন মহম্মদ জামালউদ্দিন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy