পশ্চিমবঙ্গ বিধানসভায় সর্বসম্মতিতে পাশ হয়ে গেল ‘অপরাজিতা বিল’। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, ধর্ষণ রুখতে দেশকে পথ দেখাবে বাংলাই। তিনি আরও জানান, কঠোরতম শাস্তি, দ্রুত তদন্ত এবং দ্রুত ন্যায়বিচার— এই তিনের মিশেলে ঐতিহাসিক বিলটি তৈরি। নির্বিঘ্নে বিল পাশ হলেও তা নিয়ে দু’ঘণ্টার আলোচনায় যথারীতি উত্তপ্ত হল বিধানসভার অধিবেশন। মুখ্যমন্ত্রী মমতার পদত্যাগের দাবি করলেন বিজেপি বিধায়কেরা, পাল্টা প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী-সহ বিজেপিশাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের পদত্যাগের দাবি জানালেন মমতাও। সব মিলিয়ে সর্বসম্মতিতে বিল পাশ হলেও, রাজ্য জুড়ে উত্তাল রাজপথের ছায়া যেন উঠে এল বিধানসভার অন্দরেও। এই বিলের বিরোধিতায় সরব হয়েছেন আরজি কর-কাণ্ডে নির্যাতিতার মা-বাবা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy