প্রতিবেদন: স্রবন্তী, চিত্রগ্রহণ: অতনু, সম্পাদনা: সুব্রত
বল্লভপুরের রূপকথার জাল বুনতে বুনতে ঠিক করে নিয়েছেন ২০২৩ অভিনয় নিয়ে কাটবে। এক বছরে একটা পরিচালনাই তাঁর লক্ষ্য। ‘‘আমি কিছুতেই তিন মাসে একটা ছবি বানাতে পারব না।’’ যদিও তিনি জানেন সারা বিশ্ব উৎপাদনের ভিত্তিতে চলছে, উৎকর্ষ নয়। সম্প্রতি সাক্ষাৎকার নিয়ে ভয় পাচ্ছেন তিনি। ‘‘দেখা হলে দর্শক বন্ধুরা ছবি বা অভিনয় নয়, বলেন আপনি খুব ভাল সাক্ষাৎকার দেন।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy