বিশ্বের অন্যতম ধনী শিল্পপতি মুকেশ অম্বানীর ছেলে অনন্তের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন রাধিকা মার্চেন্ট। তিন ধাপে হবে বিয়ে। সে জন্য একাধিক প্রাক্-বিবাহ অনুষ্ঠানের আয়োজন করেছিল অম্বানী পরিবার। তার বহর দেখেই চমকে উঠেছিল দুনিয়া। এ বার আসল বিয়ের আসর শুরু। সেজে উঠেছে অম্বানীদের জিয়ো ওয়ার্ল্ড কনভেনশন সেন্টার। সেখানে কী অপেক্ষা করছে, এখন তারই প্রতীক্ষা।
বিশ্বের সবচেয়ে দামি বিয়েগুলির মধ্যে অন্যতম অনন্ত-রাধিকার বিয়ে। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, ছেলের বিয়েতে মুকেশ খরচ করেছেন হাত খুলে। বিয়ের আগেই অতিথিদের আনাগোনা শুরু হয়ে গিয়েছে মুম্বইয়ে। দেশ-বিদেশ থেকে অতিথিদের আনতে ভাড়া নেওয়া হয়েছে শতাধিক বিমান। তার মধ্যে রয়েছে তিনটি বিলাসবহুল এবং অত্যাধুনিক ‘ফ্যালকন-২০০০’ জেট বিমানও। যে বিমানগুলি অতিথিদের আনা-নেওয়ার কাজে ব্যবহার করা হচ্ছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy