২১ জুলাইয়ের বৃষ্টিভেজা মঞ্চে তৃণমূলের প্রথম সারির নেতাদের প্রায় সকলেই উপস্থিত ছিলেন। কিন্তু শারীরিক অসুস্থতার জন্য সেখানে থাকতে পারলেন না গৌতম দেব। এই প্রথম বাড়িতে বসে টিভিতে সমাবেশের মঞ্চে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বক্তৃতা করতে দেখে কান্নায় ভেঙে প়ড়লেন শিলিগুড়ির মেয়র। চোখে জল নিয়ে তিনি আনন্দবাজার অনলাইনকে বললেন, ‘‘প্রত্যেক বার ২১ জুলাইয়ের সমাবেশে যাই। কিন্তু শরীর খারাপের জন্য এ বার যেতে পারলাম না।’’ অসুস্থতার জন্য মঞ্চে যে তিনি হাজির থাকতে পারবেন না, সে কথা দলনেত্রীকে জানিয়েছেনও। মমতাও তাঁকে বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন। মাসখানেক ধরে দিল্লির হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন গৌতম। দু’-তিন আগেই তিনি শিলিগুড়ির বাড়িতে ফিরেছেন। ধর্মতলায় ২১ জুলাইয়ের সমাবেশে আসারও ভীষণ ইচ্ছে ছিল। কিন্তু তার অনুমতি দেননি চিকিৎসকেরা। গৌতমকে বলা হয়, তাঁর যা শরীরে অবস্থা তাতে অতিরিক্ত ভিড়ের মধ্যে যাওয়া মোটেই ঠিক হবে না। অগত্যা বাড়িতে বসেই তাঁকে দেখলেন দলের সমাবেশ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy