Advertisement
২০ সেপ্টেম্বর ২০২৪
Shiekh Hasina

আগেও ভারতে অজ্ঞাতবাস কাটিয়েছেন হাসিনা, কাজ করেছেন অল ইন্ডিয়া রেডিয়োর হয়েও

১৯৭৫ থেকে ১৯৮১— মুজিবুর রহমান হত্যার পর দীর্ঘ পাঁচ বছর ভারতেই গা-ঢাকা দিয়েছিলেন শেখ হাসিনা। কেমন ছিল সেই অজ্ঞাতবাস?

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২৪ ২০:৩২
Share: Save:

৫ অগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছেড়ে ভারতে উড়ে এসেছেন শেখ হাসিনা। সূত্রের খবর, নয়াদিল্লিতে গোপন আস্তানায় রয়েছেন তিনি। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতের রাজনৈতিক আশ্রয়েই থাকবেন, না কি ফের উড়ে যাবেন অন্য কোনও দেশের উদ্দেশে, সেটা এখনও পরিষ্কার নয়। তবে ভারতকে নিরাপদ আশ্রয় হিসাবে আগেও বেছে নিয়েছেন হাসিনা। পিতা মুজিবুর রহমানের হত্যার পর, ১৯৭৫ সালে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সহযোগিতায় নয়াদিল্লিতে চলে এসেছিলেন হাসিনা। সামরিক শাসনাধীন বাংলাদেশে ঢোকার অনুমতি ছিল না তাঁর। ১৯৮১ সালে দেশে ফেরার অনুমতি পান তিনি। তার আগের পাঁচ বছর স্বামী, নাবালক পুত্র, কন্যা-সহ ভারতেই কাটিয়েছেন মুজিব-তনয়া, অবশ্যই ছদ্ম-পরিচয়ে। তখনই প্রণব মুখোপাধ্যায় এবং তাঁর স্ত্রীয়ের সঙ্গে নিবিড় সখ্য তৈরি হয় হাসিনা এবং তাঁর পরিবারের। কেমন ছিল ওই পাঁচ বছরের দিল্লিবাস?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE