১২ ফুট উচ্চতার পাপেট। নাম ‘ছোট্ট অমল’। হারিয়ে যাওয়া কাকার খোঁজে বেরোনো ১০ বছর বয়সি কাল্পনিক এক সিরিয়ান শরণার্থীর আদলে তৈরি। ২০২১ সালের জুলাই থেকে এক দেশ থেকে অন্য দেশে ঘুরছে পাপেট ‘অমল’। সিরিয়ান শরণার্থী শিশুদের প্রতি সহমর্মিতা জানানোর পাশাপাশি বিশ্বজনীন মানবাধিকারের সমর্থনে জনমত গঠনের উদ্দেশ্যে এই প্রয়াস নিয়েছে ব্রিটিশ প্রযোজনা সংস্থা দ্য ওয়াক প্রোডাকশনস এবং গুড চান্স।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy