Advertisement
২২ নভেম্বর ২০২৪
Rajasthan Tourism

Hidden Tourist Spot: বাঁধ দিতেই বেরিয়ে এল বিশাল জলপ্রপাত! দেশের কোথায় এটি অবস্থিত বলতে পারেন

শুধু মরুভূমি নয়, এখানে লুকিয়ে আছে এমন একটি জলপ্রপাত যা কার্যত এক প্রাকৃতিক বিস্ময়। নাম চুলিয়া জলপ্রপাত।

প্রকৃতির অদ্ভুত সৃষ্টি

প্রকৃতির অদ্ভুত সৃষ্টি ছবি: সংগৃহীত

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৩ জুন ২০২২ ১৮:৩৭
Share: Save:

রাজস্থান বললেই প্রথমে যে দৃশ্যের কথা মনে পড়ে তা হল ধূ ধূ মরুভূমি। কিন্তু সেই রাজস্থানেই যে এমন বিস্ময়কর একটি জলপ্রপাত লুকিয়ে আছে তা জানেন না অনেকেই। জলপ্রপাতটির নাম চুলিয়া। রাজস্থানের চিতোরগড় জেলায় চম্বল নদীর উপর অবস্থিত জলপ্রপাতটির অস্তিত্ব অজানাই ছিল দীর্ঘ দিন। রানা-প্রতাপ সাগর বাঁধ নির্মিত হওয়ার পর উন্মুক্ত হয়ে যায় চম্বল অববাহিকার একটি বিস্তীর্ণ অঞ্চল। আর তখনই হদিস মেলে এই জলপ্রপাতের। নদীখাতটিতে দেখা যায় অসংখ্য গোলাকৃতি গহ্বর, এই গহ্বরগুলি চুড়ির মতো দেখতে বলেই স্থানীয় বাসিন্দারা এর নাম দেন চুড়িয়া। এই চুড়িয়ারই অপভ্রংশ চুলিয়া।

ছবি: সংগৃহীত

কী কী দেখবেন?জলপ্রপাতটির আশেপাশে রানা-প্রতাপ সাগর বাঁধ ছাড়া খুব একটা বেশি কিছু দেখার নেই। তবে প্রায় ৫০ কিলোমিটার দূরেই রয়েছে কোটা। সেখানে দেখতে পারেন কোটাগড়, মহারাজা মাধও সিংহ জাদুঘর, চম্বল উদ্যান, জগমন্দির রাজপ্রাসাদ, সেভেন ওয়ান্ডার্স পার্ক।

কী ভাবে যাবেন?কোটার নিকটবর্তী বিমানবন্দরটি অবস্থিত জয়পুরে। তবে রাজস্থানের সড়ক যোগাযোগ বেশ ভাল। কোটা থেকে এক দিনেই গাড়ি করে ঘুরে দেখা যায় চুলিয়া। কলকাতা থেকে যেতে চাইলে বহু ট্রেন রয়েছে।

কোথায় থাকবেন?চুলিয়া জলপ্রপাতের আশেপাশে থাকার জায়গা বেশ অপ্রতুল। তবে কোটাতে থাকার জায়গার অভাব নেই।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

অন্য বিষয়গুলি:

Rajasthan Tourism Trip Unknown Facts
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy