বাজেট ২০ হাজার টাকার কম। কিন্তু বাজারের সেরা কার্ভড ডিসপ্লের স্মার্টফোন কিনতে চাইছেন? কুছ পরোয়া নেই। পয়লা বৈশাখের আগে দুর্দান্ত অফার নিয়ে হাজির হয়েছে একটি ই-কমার্স সংস্থা। তাদের দাবি, মাসিক কিস্তিতেও ফোন কিনতে পারবেন গ্রাহক। কোনও রকম ডাউন পেমেন্ট ছাড়া সাধের স্মার্টফোন হাতের মুঠোয় চলে আসার সুযোগ রয়েছে সেখানে।
চৈত্র সংক্রান্তির আগে কার্ভড ডিসপ্লের একাধিক স্মার্টফোনে দুর্দান্ত অফার দিচ্ছে ওই ই-কমার্স সংস্থা। ফোনগুলিতে রয়েছে অতি শক্তিশালী র্যাম। ব্যাটারি লাইফও বেশ ভাল।
তালিকার একেবারে প্রথমেই রয়েছে কসমিক সিলভার রঙের পোকো ৭-র ৫জ়ি স্মার্টফোন। ১২৮ জিবি স্টোরেজ এবং আট জিবির এই ফোন ইতিমধ্যেই গ্রাহকদের মধ্যে রীতিমতো সাড়া ফেলে দিয়েছে। এ ছাড়া আর্টিক সাদা রঙের ছ’জিবি র্যাম এবং ১২৮টি স্টোরেজ সম্পন্ন লাভা ব্লেজ ডুও ফাইভজ়ির ফোনেও অফার দিচ্ছি অ্যামাজ়ন।
পাশাপাশি, আরও পাঁচটি কার্ভড ডিসপ্লের স্মার্টফোন বিক্রি করছে সংশ্লিষ্ট ই-কমার্স সংস্থা। সেগুলি হল, টাইটানিয়াম ম্যাট রঙের আইবিওও জ়েড৯এস, ভিনটেজ় সবুজ রঙের ইনফিনিক্স নোট ৪০ প্রো, কোবাল্ট নীল রঙের মোটো জ়ি৮৫, গ্লাস ভিরিডিয়াম রঙের লাভা ব্লেজ় কার্ভ এবং ব্লু লেগুন রঙের আইকিউওও জ়েড৭ প্রো।
সংশ্লিষ্ট ফোনগুলির সব ক’টি ফাইভজ়ি নেটওয়ার্কে কাজ করতে সক্ষম। এদের সকলের র্যাম আট জিবি। তবে স্টোরেজের ক্ষেত্রে তারতম্য রয়েছে। বেশির ভাগের স্টোরেজ ১২৮ জিবি বলেও ২৫৬ জিবির ফোনও রয়েছে।