কাপ দর্শন
ক্রিকেটের ছোঁয়া লাগল কি ফুটবলে! ব্রাজিল বিশ্বকাপ মাতাতে তৈরি স্টাম্প ক্যামের তুতো ভাই ‘ব্রাজুক্যাম’! বিশ্বকাপের টিভি সম্প্রচারে আক্ষরিক নতুন দৃষ্টিকোণ আমদানি করতে এ বার ফুটবলের মধ্যেই বসানো হয়েছে অত্যাধুনিক প্রযুক্তির হাই ডেফিনিশন ক্যামেরা। তাও একটা নয়, ছ-ছ’টা! যাতে মাঠের লড়াই একেবারে ৩৬০ ডিগ্রি থেকে দেখানো যায়। ব্রাজিল বিশ্বকাপে যে ব্রাজুকা বল ব্যবহার হবে তার মধ্যেই এই ক্যামেরার কারিকুরি বলে দুইয়ের যোগে নামটা ব্রাজুক্যাম। গত বিশ্বকাপের বল ‘জাবুলানি’ তীব্র সমালোচনার মুখে পড়েছিল হাল্কা ওজন আর হাওয়ায় ঠিকঠাক না ভাসার জন্য। বিশ্বকাপের বল নির্মাতা আডিডাসের তরফে অবশ্য দাবি করা হয়েছে ব্রাজুকা তেমন বেয়াদপি করবে না। বরং ছ’টি আলাদা প্যানেলের ব্যবহারে বিশেষ ধরনের নির্মাণ প্রযুক্তি আর বাইরের আস্তরণের কারণে হাওয়ায় এর নড়াচড়া অনেক বেশি উন্নত। বল গ্রিপ করাও অনেক সহজ হবে। তবে ব্রাজুকার আসল বাজিমাত ওই ছ’টি ক্যামেরাতেই!
কাগাওয়ার আশ্বাস
ব্রাজিল বিশ্বকাপের জন্য দেশ ছাড়ার আগে সাইতামায় ওয়ার্ম আপ ম্যাচে সাইপ্রাসকে ১-০ হারাল জাপান। প্রথমার্ধের শেষে গোল করেন ডিফেন্ডার আতসুতো উচিদা। তবে দলের সেরা ফুটবলার শিনজি কাগাওয়া নিরাশ করলেন সমর্থকদের। পরপর পাঁচ বার বিশ্বকাপে অংশ নিতে চলা আলবার্তো জাখেরনির জাপান টিমে অন্যতম বড় ভরসা এই কাগাওয়া। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের এই ফরোয়ার্ড গত বছর ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল)-এ হ্যাটট্রিক করার পর থেকেই তাঁকে নিয়ে বিশ্বকাপে ভাল ফলের স্বপ্ন দেখছে সূযোর্দয়ের দেশ। বিশ্বকাপে গ্রিস, কলম্বিয়া এবং আইভরি কোস্ট-এর সঙ্গে গ্রুপ ‘সি’তে রয়েছে জাপান। সাইপ্রাস ম্যাচের পর সমর্থকদের আশ্বস্ত করে কাগাওয়া বলেছেন, “চিন্তার কিছু নেই। বিশ্বকাপে জাপানের জন্য নিংড়ে দেব নিজেকে।”
সময় চান প্রান্দেলি
এখনও ইতালির চূড়ান্ত ২৩ জনের নাম ঘোষণা করেননি। বলছেন, “আগামী চার দিন প্লেয়ারদের ফিটনেস বুঝে নিতে চাই। তার পর আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ। ওই ম্যাচটার পরই চূড়ান্ত দল ঘোষণা করব।” বক্তা ইতালি কোচ সিজার প্রান্দেলি। যিনি গত ক’দিন নিজের চুক্তি নবীকরণের বিষয়টা নিয়ে একটু চিন্তায় ছিলেন। কিন্তু এ বার হয়তো জোরকদমে বিশ্বকাপের প্রস্তুতিতে নেমে পড়তে পারবেন ইতালির কোচ। গত মাসে তিনি জানিয়েছিলেন, জাতীয় দলের কোচ হিসাবে চুক্তি বাড়ানোর কথা রয়েছে, কিন্তু তা চূড়ান্ত হয়নি। মঙ্গলবার চুক্তি দু’বছর বাড়ানোর পর স্বস্তিতে প্রান্দেলি। বলে দেন, “দু’মাস আগেই সব চূড়ান্ত হয়ে গিয়েছিল। ফেডারেশন আমার ইমেজ রাইটের বিষয়টাও চুক্তিতে রাখতে বলেছিল। সেই কারণেই এত দেরি হল।”
খাদ্য সমস্যা
প্রায় ২১৮ কেজি খাদ্য ব্রাজিলের বিভিন্ন হোটেল থেকে ফেলে দিতে হল। ব্রাজিলের স্বাস্থ্য আর সুরক্ষা দফতরের কর্তারা গত কয়েক দিন হানা দেয় ব্রাজিলের বিভিন্ন হোটেলে। আড়াই সপ্তাহ পরেই যে হোটেলগুলি হয়ে উঠবে বিশ্বের বিভিন্ন দেশের ফুটবলারদের টিম হোটেল। বাদ যায়নি রুনিদের টিম হোটেলও। অস্বাস্থ্যকর প্রমাণিত হওয়ায় প্রায় আড়ায় কেজি স্যালমন, হ্যাম আর মাখন সরিয়ে নিয়ে যাওয়া হয় ইংল্যান্ডের টিম হোটেল থেকে।
বিশ্বকাপ ফ্যাশন। সেজেছেন জার্মান মডেলরা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy