রায়ান বার্ল। ফাইল ছবি
কোনও স্পনসর নেই। তাই টুইটারে নিজের ছেঁড়া জুতোয় আঠা লাগানোর ছবি পোস্ট করেছিলেন জিম্বাবোয়ের ক্রিকেটার রায়ান বার্ল। জানতে চেয়েছিলেন, আর কবে তাঁরা স্পনসর পাবেন? তাঁর পোস্টের কয়েক ঘণ্টার মধ্যেই এগিয়ে এল এক বিশ্ববিখ্যাত সংস্থা।
গত কয়েক বছর ধরেই জিম্বাবোয়ের ক্রিকেট ভাল অবস্থায় নেই। ক্রমশ নিম্নগামী হচ্ছে তাদের খেলা। ফলে মুখ ফিরিয়ে নিচ্ছেন স্পনসররাও। আর্থিক দুর্নীতি এবং অব্যাবস্থারও শিকার হয়েছে সে দেশের ক্রিকেট।
বাধ্য হয়ে রবিবার সকালে বার্ল টুইটারে লেখেন, ‘প্রতিটা সিরিজের পর আমাদের ফিরে এসে ছেঁড়া জুতোয় আঠা লাগাতে হচ্ছে। আর কবে আমরা স্পনসর পাব?’ বার্লের টুইট দেখে অনেক ক্রিকেট অনুরাগীরই মন গলে যায়। বিসিসিআই এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছেও নেটাগরিকরা আবেদন করেন বার্লকে সাহায্য করার জন্য।
Any chance we can get a sponsor so we don’t have to glue our shoes back after every series 😢 @newbalance @NewBalance_SA @NBCricket @ICAssociation pic.twitter.com/HH1hxzPC0m
— Ryan Burl (@ryanburl3) May 22, 2021
Time to put the glue away, I got you covered @ryanburl3 💁🏽 https://t.co/FUd7U0w3U7
— PUMA Cricket (@pumacricket) May 23, 2021
তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ওই বেসরকারি সংস্থা বার্লের টুইটের উত্তর দিয়ে লিখেছে, ‘এবার আঠা সরিয়ে রাখার প্রয়োজন হয়েছে। তোমার দেখভাল এখন আমরা করব’। উল্লেখ্য, ওই সংস্থা বিরাট কোহলীরও স্পনসর।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy