নায়ক: ডাবল সেঞ্চুরি করে সবার নজরে জ়্যাক ক্রলি। ছবি: এএফপি।
বেন স্টোকসের পরিবর্তে দ্বিতীয় টেস্টে দলে সুযোগ পেয়েই হাফসেঞ্চুরি করেছিলেন জ়্যাক ক্রলি। পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে তাঁর ব্যাটিংয়ে মুগ্ধ ক্রিকেটবিশ্ব। ২৬৭ রানের ইনিংস খেললেন ২২ বছর বয়সি ব্যাটসম্যান। ইংল্যান্ডের ৫৮৩-৮ ডি. স্কোরের জবাবে দ্বিতীয় দিনের শেষে পাকিস্তান তিন উইকেট হারিয়ে ২৪।
স্পিনারদের বিরুদ্ধে সাবলীল হওয়ার জন্য ভারতে এসেছিলেন বিশেষ প্রশিক্ষণ নিতে। প্রথম দিনের শেষে ক্রলি বলেন, ‘‘ভারতে গিয়ে স্পিন খেলার পাঠ নিয়ে আমি উপকৃত। নিজের ব্যাটিংয়ে উন্নতি লক্ষ্য করেছি।’’
ক্রলির দাপট দেখে মুগ্ধ ভারতীয় বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর টুইট, ‘‘ব্যাটিং অর্ডারের আদর্শ তিন নম্বর পেয়ে গিয়েছে ইংল্যান্ড। দেখে মনে হল খুব ভাল ক্রিকেটার। সব ফর্ম্যাটে ওকে দেখার জন্য মুখিয়ে আছি।’’ প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক নাসের হুসেন এবং ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডকে ট্যাগ করে এই টুইট করেন সৌরভ।
স্কোরকার্ড
ইংল্যান্ড ৫৮৩-৮ ডি.
পাকিস্তান ২৪-৩
ইংল্যান্ড (প্রথম ইনিংস, আগের দিন ৩৩২-৪)
ক্রলি স্টা: রিজওয়ান বো শফিক ২৬৭ • ৩৯৩
বাটলার ক ও বো ফওদ আলম ১৫২ • ৩১১
ওক্স ক ইয়াসির বো ফওদ আলম ৪০ • ৫৪
বেস নট আউট ২৭ • ৩০
ব্রড বো শাহিন শাহ আফ্রিদি ১৫ • ১৮
অতিরিক্ত ২২
মোট ৫৮৩-৮ ডি. (১৫৪.৪)
পতন: ৫-৪৮৬ (ক্রলি, ১৩২.২), ৬-৫৩০ (বাটলার, ১৪৪.২), ৭-৫৪৭ (ওক্স, ১৪৮.৩), ৮-৫৮৩ (ব্রড, ১৫৪.৪)।
বোলিং: শাহিন শাহ আফ্রিদি ৩৩.৪-৫-১২১-২, মহম্মদ আব্বাস ৩৩-৮-৮২-০, ইয়াসির শাহ ৩৯-৩-১৭৩-২, নাসিম শাহ ২৭-৬-১০৯-১, ফওদ আলম ১২-০-৪৬-২, শান মাসুদ ৩-১-১১-০, আসাদ শফিক ৭-০-২৪-১।
পাকিস্তান প্রথম ইনিংস
মাসুদ এলবিডব্লিউ জিমি অ্যান্ডারসন ৪ • ১০
আবিদ ক সিবলি বো অ্যান্ডারসন ১ • ৭
আজহার আলি ব্যাটিং ৪ • ২২
বাবর এলবিডব্লিউ অ্যান্ডারসন ১১ • ২৬
অতিরিক্ত ৪ মোট ২৪-৩ (১০.৫)
পতন: ১-৬ (মাসুদ, ২.৩), ২-১১ (আবিদ, ৪.১), ৩-২৪ (বাবর, ১০.৫)।
বোলিং: জিমি অ্যান্ডারসন ৫.৫-১-১৩-৩, স্টুয়ার্ট ব্রড ৩-১-৬-০, জোফ্রা আর্চার ২-০-৩-০।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy