বাবার সঙ্গে নাচের এই ভিডিয়ো পোস্ট করেছেন চহাল। ছবি টুইটার থেকে নেওয়া।
করোনাভাইরাস নিয়ে সারা বিশ্ব স্তব্ধ। ঘরে ক্রিকেটাররাও। এই পরিস্থিতিতে জাতীয় দলের লেগস্পিনার যুজবেন্দ্র চহাল পোস্ট করলেন টিকটক ভিডিয়ো। যাতে বাবার সঙ্গে নাচতে দেখা গেল তাঁকে।
১৫ সেকেন্ডের এই ভিডিয়োতে দেখা গিয়েছে, বাবার সঙ্গে চহাল একটা মজার কথোপকথনে ব্যস্ত নাচের ফাঁকেই। বাবা জিজ্ঞাসা করেছেন, “তোর রেজাল্টের কী হল?” চহাল বলেন, “বাবা, একটা ভাল আর একটা খারাপ খবর আছে।” বাবার জিজ্ঞাসা, “ভাল খবর কী?” ছেলের উত্তর, “আমি পাশ হয়ে গিয়েছি।” তখন বাবার প্রশ্ন, “আর খারাপ খবরটা কী?” নাচতে নাচতেই চহাল বলেন, “প্রথম খবরটা ভুল।” সঙ্গে সঙ্গে নাচ থামিয়ে চহাল দৌড় দেন। আর তাঁকে ধরতে পিছনে পিছনে দৌড়তে থাকেন তাঁর বাবা। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো হয়ে উঠেছে ভাইরাল।
আরও পড়ুন: করোনা-যুদ্ধ আমাদের কাছে বড় শিক্ষা, বলছেন কপিল দেব
আরও পড়ুন: বাগান করা থেকে বই পড়া... কী ভাবে সময় কাটাচ্ছে করোনা আতঙ্কে গৃহবন্দি বাংলার ক্রিকেটমহল
এর আগেও টিকটক ভিডিয়ো পোস্ট করেছিলেন চহাল। যা সাড়া ফেলেছিল। গত সপ্তাহে যেমন একটি মেয়ের তাঁর গাল টেপার ভিডিয়ো ভাইরাল হয়ে উঠেছিল। নিউজিল্যান্ডে ভারতের হয়ে টি-টোয়েন্টি সিরিজ ও একদিনের সিরিজে শেষ বার খেলতে দেখা গিয়েছিল তাঁকে।
My first TikTok video with dad 🙈🤗 Dad & Son ❤️ #Quarantine #staysafe 🙏🏻 pic.twitter.com/DJklsz1bDH
— Yuzvendra Chahal (@yuzi_chahal) March 26, 2020
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy