পাঠানের দুরন্ত ক্যাচ। ছবি— ভিডিয়ো থেকে।
ব্যাট হাতে খাতা খুলতে পারেননি। কিন্তু ফিল্ডিং করার সময়ে পাখির মতো উড়ে ক্যাচ ধরে নজর কাড়লেন ইউসুফ পাঠান। সেই ক্যাচের ভিডিয়ো ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়।
সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ভদোদরা বনাম গোয়া ম্যাচে ফিল্ডিং করতে নেমে সবার মন জিতে নিয়েছেন বহু যুদ্ধের সৈনিক পাঠান। ২০১২ সালের পরে জাতীয় দলের হয়ে আর খেলতে দেখা যায়নি তাঁকে। ঘরোয়া টুর্নামেন্ট, আইপিএল খেলছেন অবশ্য। কিন্তু জাতীয় দলের বাইরে থাকলেও নিজেকে যে ভালই ফিট রেখেছেন পাঠান, গোয়ার বিরুদ্ধে ফিল্ডিং করার সময়ে সেটারই প্রমাণ মিলল।
গোয়ার ব্যাটসম্যান দর্শন মিশালের ক্যাচ শরীর ছুড়ে ধরেন পাঠান। সেই ক্যাচের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। দাদার দুরন্ত ক্যাচ ধরা দেখে ভাই ইরফান পাঠান টুইট করেছেন, ‘এ কি পাখি? না এ তো ইউসুফ পাঠান। গ্রেট ক্যাচ লালা। প্রি সিজনে তোমার কঠিন পরিশ্রম কাজে এসেছে।’
আরও পড়ুন: আর দুটো ছয় মারলে নাগপুরে রোহিত কী রেকর্ড গড়বেন জানেন?
ইরফানের এ হেন টুইটের পরে রশিদ খান লিখেছেন, ‘দুর্দান্ত ক্যাচ ইউসুফভাই। ইয়ে পাঠান কা হাত হ্যায় ঠাকুর।’ সানরাইজার্স হায়দরাবাদ-এ পাঠানের সতীর্থ রশিদ খান। ইউসুফের শরীর ছুড়ে দিয়ে ক্যাচ ধরা দেখে মুগ্ধ আফগান স্পিনারও।
প্রথমে ব্যাট করে ভদোদরা করে ৯ উইকেটে ১৪৯ রান। ইউসুফ পাঠানের মতো বিস্ফোরক ব্যাটসম্যান কোনও রান করেননি। স্বপ্নিল সিংহ (৫০) ভদোদরার ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে গোয়া ১৯.৪ ওভারেই ম্যাচ জিতে নেয়। ম্যাচ হেরে গেলেও পাঠানের ক্যাচ চর্চিত হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
Is it a bird ? No this is @yusuf_pathan Great catch today lala.All ur hard work in pre season is paying off #hardwork @BCCI @StarSportsIndia pic.twitter.com/bcpO5pvuZI
— Irfan Pathan (@IrfanPathan) November 8, 2019
Absolutely stunner @iamyusufpathan Bhai . Ye Pathan k hath hai thakur 🙈🙈
— Rashid Khan (@rashidkhan_19) November 8, 2019
আরও পড়ুন: ফিক্সিংয়ের জন্য কেপিএলে দেওয়া হতো আইফোন! বিস্ফোরক দাবি এক ক্রিকেটারের
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy