তখন খেলা বন্ধ। ব্যালকনিতে বিক্রম রাঠৌরের সঙ্গে ঠাট্টা কোহলীর। ছবি পিটিআই
প্রথম দিন ভেস্তে গেলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দ্বিতীয় দিন শুরু হয়েছিল নির্ধারিত সময়েই। তবুও সম্পূর্ণ খেলা চালানো গেল না। মন্দ আলোর অভাবে কার্যত ভেস্তে গেল তৃতীয় সেশনের খেলা। তার আগেও বার বার খেলা বন্ধ করে দিতে হয়েছে। যদিও বৃষ্টির দেখা মেলেনি শনিবার।
শনিবার টসে জিতে ফিল্ডিং নেন কেন উইলিয়ামসন। তারপরেই জানিয়ে দেন, তাঁর দলে থাকছেন চার বোলার এবং একজন অলরাউন্ডার। অর্থাৎ, ভারত নিজেদের প্রথম একাদশে দুই স্পিনারকে রাখলেও নিউজিল্যান্ড সম্ভবত আবহাওয়ার কথা ভেবেই সেই সিদ্ধান্ত নেয়নি। তবে তাদের সিদ্ধান্ত যে পুরোপুরি নিখুঁত, এমন বলা যাবে না। প্রথম ঘণ্টায় কোনও সমস্যা ছাড়াই ট্রেন্ট বোল্ট এবং টিম সাউদিকে খেলে দেন রোহিত শর্মা এবং শুভমন গিল। প্রথম ঘণ্টার পরে বল বেশি সুইং করতে শুরু করেছিল। পরপর খোঁচা দিয়ে ফিরে যান রোহিত এবং শুভমন।
আচমকা দু’উইকেট হারিয়ে কিছুটা বিপদে পড়েছিল ভারত। তবে বিরাট কোহলীকে নিয়ে ধাক্কা সামলে দেন চেতেশ্বর পূজারা। কিউই জোরে বোলারদের বিরুদ্ধে দৃঢ়প্রতিজ্ঞ মনোভাব নিয়েছিলেন দু’জনেই। কিন্তু বোল্টের বলে আচমকাই ঠকে গিয়ে এলবিডব্লিউ হয়ে যান পূজারা। প্রতিকূল পরিস্থিতিতে টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারিয়ে যখন ধুঁকছে, তখনই হাল ধরেন কোহলী এবং অজিঙ্ক রহাণে। দু’জনে মিলে চতুর্থ উইকেট এখনও পর্যন্ত ৫৮ রানের জুটি গড়েছেন। কোহলী ৪৪ রানে এবং রহাণে ২৯ রানে অপরাজিত।
That's about it from Day 2⃣ of the #WTC21 Final in Southampton!
— BCCI (@BCCI) June 19, 2021
The day's play is called off due to bad light. #TeamIndia will resume Day 3⃣, with @imVkohli & @ajinkyarahane88 starting the proceedings.
See you tomorrow, folks! 👋
Scorecard 👉 https://t.co/CmrtWscFua pic.twitter.com/C51Leqm8mt
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy